আমি প্রবাসী একটি সরকার অনুমোদিত মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল যা অভিবাসন প্রক্রিয়ার সাথে জড়িত সকল স্টেকহোল্ডারদের সংযুক্ত করে চাকরি নিয়ে বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশিদের সহায়তা করছে। অ্যাপটির ব্যবহারকারীগণ কোন মধ্যসত্ত্বভোগী বা দালালের
দ্বারস্থ না হয়ে নিজে থেকেই বিদেশ যেতে বাধ্যতামূলক সরকারি ধাপগুলো অনায়াসে সম্পন্ন করতে পারেন।
আমি প্রবাসী রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এ-আরএমএস) ডিজিটাল পদ্ধতিতে চাকরি অ্যাটাসটেশন, প্রার্থী নির্বাচন, প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও), বিএমইটি ক্লিয়ারেন্স এবং ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যুর মতো সরকারি বিভিন্ন
প্রক্রিয়া রিক্রুটিং এজেন্সি এবং বিদেশি নিয়োগকারীদের জন্য আরও সহজ করে সম্পূর্ণ প্রক্রিয়াকে গতিশীল করেছে।
বিদেশি নিয়োগকারীগণ নিকটস্থ বাংলাদেশ দূতাবাসে অ্যাটাসটেশন আবেদন, রিক্রুটিং এজেন্সি বাছাই করে তাদের সাথে যোগাযোগ এবং নিজস্ব পোর্টালে অ্যাটাসটেশন আবেদনের সর্বশেষ অবস্থান জানতে পারবেন। তারা সম্ভ্যাব্য প্রার্থীদের প্রোফাইল যাচাইবাছাই করে তাদের চাকরির জন্য নির্বাচনও করতে পারবেন। (শীঘ্রই যুক্ত হবে)
অ্যাটাসটেশন আবেদন ভিউ
ক্যান্ডিডেট রিপোর্টিং
আরএ-কে জব অ্যাসাইন
বিদেশি নিয়োগকারীগণ নিকটস্থ বাংলাদেশ দূতাবাসে অ্যাটাসটেশন আবেদন, রিক্রুটিং এজেন্সি বাছাই করে তাদের সাথে যোগাযোগ এবং নিজস্ব পোর্টালে অ্যাটাসটেশন আবেদনের সর্বশেষ অবস্থান জানতে পারবেন। তারা সম্ভ্যাব্য প্রার্থীদের প্রোফাইল যাচাইবাছাই করে তাদের চাকরির জন্য নির্বাচনও করতে পারবেন। (শীঘ্রই যুক্ত হবে)
অ্যানালিটিক্স
অ্যাটাসটেশন ম্যানেজমেন্ট
অ্যাম্বাসি ডিটেইলস
বাংলাদেশ সরকার গভর্নমেন্ট পোর্টালের মাধ্যমে বিদেশি নিয়োগকারী এবং রিক্রুটিং এজেন্সির করা অ্যাটাসটেশন আবেদনের সর্বশেষ অবস্থান দেখার পাশাপাশি তার অনুমোদন করতে পারে। এছাড়াও অভিবাসন প্রত্যাশীদের করা বিভিন্ন আবেদন অর্থাৎ বিএমইটি রেজিস্ট্রেশন, কল্যাণ বোর্ড সদস্যপদ, বিএমইটি ক্লিয়ারেন্স ইত্যাদি যাচাই করা সম্ভব হচ্ছে। এছাড়াও বিভিন্ন ট্রেনিং কোর্স, বিভাগ অনুযায়ী প্রবাসীর সংখ্যাসহ আরও নানান পরিসংখ্যান এ পোর্টালে যাচাই করবার সুযোগ থাকছে।
সাইন আপরিক্রুটিং এজেন্সিগুলো আমি প্রবাসী রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এ-আরএমএস)-এ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলে সরাসরি লক্ষ লক্ষ অভিবাসন প্রত্যাশীদের কাছে পৌঁছে যায়। রিক্রুটিং এজেন্সিগুলো প্রার্থীদের আবেদনগুলো যাচাই-বাছাই, আবেদনকারীদের সাথে সরাসরি চ্যাট এবং পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারে। প্রার্থী নির্বাচনের পর ওয়েব পোর্টালের মাধ্যমে একসাথে অনেকগুলো বিএমইটি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (ডব্লিউইডব্লিউবি) রেজিস্ট্রেশন, পিডিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং বিএমইটি ক্লিয়ারেন্স সম্পন্ন করতে পারে। এছাড়াও পোর্টালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সি চাকরির অ্যাটাসটেশনের আবেদন ও ট্র্যাক করবার পাশাপাশি অনুমতিপত্র গ্রহণ করতে পারে।
সাইন আপবিএমইটি রেজিস্ট্রেশন
জব ম্যানেজমেন্ট
ক্যান্ডিডেট প্রোফাইল
ট্যালেন্ট পুল সার্চ
ক্যান্ডিডেট ম্যানেজমেন্ট
রিক্রুটিং এজেন্সিগুলো আমি প্রবাসী রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এ-আরএমএস)-এ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলে সরাসরি লক্ষ লক্ষ অভিবাসন প্রত্যাশীদের কাছে পৌঁছে যায়। রিক্রুটিং এজেন্সিগুলো প্রার্থীদের আবেদনগুলো যাচাই-বাছাই, আবেদনকারীদের সাথে সরাসরি চ্যাট এবং পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারে। প্রার্থী নির্বাচনের পর ওয়েব পোর্টালের মাধ্যমে একসাথে অনেকগুলো বিএমইটি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (ডব্লিউইডব্লিউবি) রেজিস্ট্রেশন, পিডিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং বিএমইটি ক্লিয়ারেন্স সম্পন্ন করতে পারে। এছাড়াও পোর্টালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সি চাকরির অ্যাটাসটেশনের আবেদন ও ট্র্যাক করবার পাশাপাশি অনুমতিপত্র গ্রহণ করতে পারে।
সাইন আপসাইট পরিদর্শন
অ্যাকাউন্ট রিকুয়েস্ট ম্যানেজমেন্ট
অ্যাটাসটেশন ম্যানেজমেন্ট
অ্যাম্বাসি পোর্টাল বাংলাদেশি দূতাবাস সকল অ্যাটাসটেশন আবেদন যাচাই করে অনুমোদন প্রদান করে মন্ত্রণালয়ে প্রেরণ করতে পারছে। সরাসরি নিয়োগকারীর প্রকৃত অবস্থান ও যোগ্যতা যাচাই করতে আমি প্রবাসীর মাধ্যমে দূতাবাসগুলো সাইট ভিজিট আয়োজন করে। এছাড়াও থাকছে নিরাপদভাবে অ্যাটাসটেশন আবেদনের টাকা আদায়ের ব্যবস্থা। (শীঘ্রই যুক্ত হবে)
বাংলাদেশের সকল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) আমি প্রবাসীর সিস্টেমের সাথে সংযুক্ত হয়েছে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো সহজেই নির্দিষ্ট ট্রেনিং কোর্সের জন্য ব্যাচ তৈরি, প্রশিক্ষণার্থী ভর্তি, ডিজিটাল পদ্ধতিতে সার্টিফিকেটের অনুমোদন এবং পিডিও সেশন তৈরি করতে পারছে।
সাইন আপঅ্যানালিটিক্স
স্টুডেন্ট ম্যানেজমেন্ট
গ্রেড ম্যানেজমেন্ট
সার্টিফিকেট ডাউনলোড
ক্যান্ডিডেট প্রোফাইল
বাংলাদেশের সকল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) আমি প্রবাসীর সিস্টেমের সাথে সংযুক্ত হয়েছে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো সহজেই নির্দিষ্ট ট্রেনিং কোর্সের জন্য ব্যাচ তৈরি, প্রশিক্ষণার্থী ভর্তি, ডিজিটাল পদ্ধতিতে সার্টিফিকেটের অনুমোদন এবং পিডিও সেশন তৈরি করতে পারছে।
সাইন আপআমি প্রবাসীর মাধ্যমে যে কেউ বিদেশে চাকরি নিয়ে যেতে বাধ্যতামূলক সরকারি তথ্য ভান্ডার বিএমইটিতে রেজিস্ট্রেশন করতে পারছেন।
বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করবার পর সুরক্ষা-র মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন গ্রহণ করা যাবে।
একজন ব্যবহারকারী অনুমোদিত বিদেশি চাকরি খুঁজে আবেদন করতে পারবেন।
একজন ব্যবহারকারী বিএমইটি ও ব্র্যাক পরিচালিত ট্রেনিং কোর্সে আবেদনের পাশাপাশি কিউআর কোড সম্বলিত ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
ব্যবহারকারী তার বিএমইটি নম্বর দিয়ে বিদেশযাত্রার আগে বাধ্যতামূলক পিডিও ট্রেনিংয়ে ভর্তি হতে পারবেন। (শীঘ্রই যুক্ত হবে)
ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। (শীঘ্রই যুক্ত হবে)
আমি প্রবাসীর আছে সার্বক্ষণিক কল সেন্টার এবং লাইভ চ্যাট সেবা।
পাসপোর্ট অফিস, মেডিকেল সেন্টার, জেলা জনশক্তি অফিস, ব্র্যাকের সেবা পয়েন্টসমূহ এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশনসমূহের তালিকা।
চেকলিস্ট, সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন, দেশভিত্তিক নিয়ম ইত্যাদি।
ব্যবহারকারীগণ ব্র্যাক কর্তৃক প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন ও ট্রেনিং সেশনে ভর্তি হতে পারবেন। পাশাপাশি, প্রত্যাগত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে রেজিস্ট্রেশন করা সম্ভব হবে। (শীঘ্রই যুক্ত হবে)